দক্ষিণ চট্রগ্রামের পটিয়ায় মরহুম ডা: আবদস সবুর স্মরণে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। এতে হ্রুদরোগ সহ বিভিন্ন জঠিল রোগে আক্রান্তদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। মরহুম ডা: আবদুস সবুরের পুত্র চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হ্রুদরোগ বিশেষজ্ঞ ডা: আনিসুল আউয়ালের সার্বিক তত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্পে দেশের অসংখ্য গুনি চিকিৎসক গনের উপস্হিতি গ্রামের অসহায় শত শত রোগীর মাঝে আনন্দের বন্যা বয়ে দেয়.............
|