নেত্রকোণার রেজভীয়া দরগাহ্ শরীফের উদ্যোগে রাহমাতাল্লিল আ'লামীন নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামে শুভাগমন উপলক্ষে ১০ নভেম্বর রবিবার দুপুরে প্রধান অতিথি পীরে ত্বরীকত আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী সাহেবের নেতৃত্বে এক বর্নাঢ্য জুলূসে র্যালী বের হয়। ঘন্টাব্যাপী জুলূসটি রেজভীয়া দরগাহ্ শরীফ থেকে বের হয়ে নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, রাজুর বাজার,বাংলা বাজারসহ প্রধান প্রধান সড়ক
|